Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলার জীবনযাত্রার মান উন্নয়ন” প্রকল্পের মাধ্যমে সৃষ্ট দুইটি সমিতিতে ১০০জন করে মোট ২০০ জন সুবিধাবঞ্চিত মহিলার জীবন মান উন্নয়নের লক্ষ্যে  প্রত্যেক সুবিধাভাগীকে ১,২০,০০০/-টাকা ২% সার্ভিস র্চাজ ঋণ বিতরণ করে গাভীক্রয়ের মাধ্যমে দুগ্ধ উৎপাদন করে আর্থিক স্বচ্ছলতা আনয়ন তথা পুষ্টির চাহিদা মেটানোর উদ্যেগ গ্রহণ করা হয়ে ছিল। সেই লক্ষে প্রকল্পটি আওতায় ২০০ জন সুবিধাভোগীকে ২,৪০,০০,০০০/- টাকার সরকারী ঋণ প্রদান করা হয়েছে। সুবিধাবঞ্চিত মহিলার জীবনযাত্রার মান উন্নয়ন এর জন্য কোন ঋণ গ্রহিতা যদি ১,২০,০০০/- টাকার ঋন ও সার্ভিস র্চাজ সহ সমুদায় অর্থ পরিশোধ করে আবার ঋণ নিতে আগ্রহি হয় তাহলে পূর্নরাই তাকে আবর্তক তহবিল হতে ১,০০,০০০/- টাকার আবর্তক ঋণ প্রদান করা হয়। অদ্য এপ্রিল/২৩ মাস পর্যন্ত সুবিধাভোগীদের মাঝে ২,০৪,০০,০০০/- টাকার আবর্তক ঋন বিতরণ করা হয়। ঋনের আসল আদায়ের হার ১০০%।