Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন `উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন’।
প্রকল্প শুরু
04/04/2017
শেষের তারিখ
30/06/2021
ওয়ার্ড
3 এবং 7 নং ইউনিয়ন।
বরাদ্দের পরিমাণ (টাকায়)
২,৪০,০০,০০০/-
সর্বশেষ হালনাগাদের তারিখ
19/12/2023
কাজের বর্ননা

সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন" শীর্ষক প্রকল্পটি দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ও ৩নং ফাজিলপুর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পে আওতায় ইউনিয়ন দুইটিতে একটি করে (আলোর দিশারী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ ও অপরাজিতা নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ) সমবায় সমিতি গঠন করা হয়েছে। প্রত্যেক সমিতিরি সদস্য সংখ্যা ১০০ জন। প্রত্যেক সদস্যকে গাভী পালন বিষয়ে ০৪(চার) টি করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক সুবিধাভোগীকে মোট ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা ঋণ হিসেবে প্রদান করা হয়েছে। ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দ্বারা দুইটি বকনা/গাভী ক্রয় এবং ২০,০০০/-(বিশ হাজার) টাকা ঐ বকনা/গাভী খাবার/পরিচর্যা বাবদ্দ প্রদান করা হয়। ‍ঋণ প্রদানের তারিখ হতে ০১ (এক) বছর পযর্ন্ত ঋণের কোন কিস্তি প্রদান করতে হয় না। এই ০১ (এক) বছরে শুধু ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকার ২% সার্ভিস চার্জ বাবদ্দ ২৪০০/- টাকা প্রদান করতে হয়। ০১ (এক) বছর পর থেকে দুইটি বকন/গাভীর জন্য দিন ২০০/- টাকা হারে মাসে ৬০০০/- টাকা কিস্তি দিতে হয়। কোন সদস্য যদি মাসিক কিস্তি আকারে ২০ মাসে বা তার আগেই সমুদয় ঋণের টাকা ও সাভির্স চার্জ পরিশোধ করে আবার ঋণ গ্রহণ করতে আগ্রহী হয় তাহলে তাকে ঋণের আর্বতক তহবিল হতে পূর্নঃরায় ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ঋণ প্রদান করা হয় যা পূর্বের মত ০১ (এক) বছর কোন কিস্তি দিতে হয় না, আবর্তক ঋণের ক্ষেত্রে সাভির্স চার্জ এর হার ৪%।

ঘাসের বীজ বিতরণ ঃ আলোর দিশারী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ ও অপরাজিতা নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর প্রত্যেক সুবিধাভোগীকে প্রকল্পের আওতায় ০৪ (চার) কেজি করে জাম্বু (অস্টেলিয়ার উন্নত জাতের ঘাস) ঘাসের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

গাভী/বকনা চিকিৎসা ঃ প্রকল্প দপ্তর হতে সুবিধাভোগীদের গাভী/বকনা বিভিন্ন রোগের টিকা বিনামুল্যে প্রদান করা হয়। বর্তমান সময় পর্যন্ত প্রত্যেক সুবিধাভোগীদের গাভী/বকনাকে তড়কা, বাদলা ও ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়েছে এবং প্রকল্পের নিয়োজিত এলএফএআই নিয়োমিত গাভী/বকনা তদারকী করেন।

আর্বতক ঋণ ঃ কোন সদস্য যদি ১,২০,০০০/- টাকা মাসিক কিস্তি আকারে ২০ মাসে বা তার আগেই সমুদয় ঋণের টাকা ও সাভির্স চার্জ পরিশোধ করে আবার ঋণ গ্রহণ করতে আগ্রহী হয় তাহলে তাকে ঋণের আর্বতক তহবিল হতে পূর্নঃরায় ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ঋণ প্রদান করা হয় যা পূর্বের মত ০১ (এক) বছর কোন কিস্তি দিতে হয় না, আবর্তক ঋণের ক্ষেত্রে সাভির্স চার্জ এর হার ৪%। অদ্য ফেব্রুয়ারী/২০২৩ মাস পর্যন্ত মোট ২০৪ জন (আলোর দিশারী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ১১০জন ও অপরাজিতা নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ৯৪ জন) সর্বমোট ২,০৪,০০,০০০/- (দুই কোটি চার লক্ষ) টাকার আর্বতক ঋণ প্রদান করা হয়।

ডাউনলোড